kalerkantho


নান্দাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ১৯:২৩নান্দাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নান্দাইল চৌরাস্তা এলাকার ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বিকেলে নান্দাইল চৌরাস্তা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাতায়াত সকল ধরনের যানচলাচল বন্ধ থাকে। এ সময় প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মানববন্ধন পরবর্তী সভায় ব্যবসায়ীরা বলেন, বেশ কিছুদিন ধরে ঘনঘন লোডশেডিং হচ্ছে। ২৪ ঘন্টায় ৮ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকলেও কিশোরগঞ্জ ফিডার থেকে উদ্দেশ্যমূলকভাবে বিদ্যুৎ বন্ধ করে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ অবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবহরাহ না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন তারা।


মন্তব্য