kalerkantho


ধুমঘাট গ্রামের ৮০ ভাগ পরিবার ব্যবহার করছে সোলার

সাতক্ষীরা প্রতিনিধি    

৬ অক্টোবর, ২০১৬ ১৪:৫৭ধুমঘাট গ্রামের ৮০ ভাগ পরিবার ব্যবহার করছে সোলার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের ৮০ ভাগ পরিবার সোলার বিদ্যুৎ ব্যবহার করছে। সম্প্রতি বারসিক পরিচালিত নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফল প্রকাশ করা হয়।

ধুমঘাট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাষ, মহিলা ইউপি সদস্য রুপিয়া আজিম, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী, সাংবাদিক আবু সাঈদ, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সদস্য কামরুল ইসলাম, জগবন্ধু কয়াল প্রমুখ। গবেষণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা মনঞ্জয় মণ্ডল।

গবেষণাপত্রে বলা হয়, ধুমঘাট গ্রামের ১০০০ পরিবারের ৫০০০ মানুষ বিদ্যুৎবিহীন এলাকায় বাস করে। এ গ্রামের শতকরা ৮০ ভাগ পরিবার সোলার ব্যবহার করছে। ধুমঘাটের মানুষ পরিবেশবান্ধব জীবন জীবিকা নির্বাহ করছে। এ ছাড়া প্রচলিত চুলায় রান্না করে গ্রামের নারীরা। 


মন্তব্য