kalerkantho


চট্টগ্রামে শঙ্খ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১৩:২৩চট্টগ্রামে শঙ্খ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই ছাত্রী নিখোঁজ রয়েছে। ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এরা সবাই স্থানীয় এক মাদ্রাসার শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী সোহেল দস্তগীর বলেন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলের পথে রয়েছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার জুইদন্ডি থেকে নৌকায় করে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের জাতা নুরাইন ফাজিল মাদ্রাসা ও রায়চটা প্রেমাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শঙ্খ নদী পার হচ্ছিল।

নদীর মাঝখানে ২৫ শিক্ষার্থীবাহী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির হানিফা বেগম (১২) ও ইয়াসমিন আক্তার (১২) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ছয়জনকে আশঙ্কাজনকে অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

 


মন্তব্য