kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে আহত ১৫

কালের কণ্ঠ অনলাইন   

৬ অক্টোবর, ২০১৬ ১২:৫০গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে আহত ১৫

বরিশালের গৌরনদী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাহিলাড়া বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম থেকে বেপারী পরিবহনের একটি বাস বরিশাল আসছিল। এদিকে, সুগন্ধা নামে অপর একটি বাস বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল।

সকাল সাড়ে ৮টার দিকে মাহিলাড়া বাজারসংলগ্ন মহাসড়কে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ যাত্রী। দুর্ঘটনার পর বাস দুটি সড়কের মাঝখানে পড়ে থাকায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। ঘণ্টা দেড়েক পর রেকার দিয়ে বাস সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

 


মন্তব্য