kalerkantho


মাদকসহ আটক ৪

সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ৫ পুলিশ আহত

জামালপুর প্রতিনিধি    

৬ অক্টোবর, ২০১৬ ০৯:৪৭সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ৫ পুলিশ আহত

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ ও মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এ সময় মাদকসহ চারজনকে আটক করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার রাত ৮টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে এসআই শাহানুর, এএসআই শফিকুল ও কনস্টেবল আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশ এ সময় বিপুল পরিমাণ মাদকসহ শফিকুল ও তার মা রওশনারা এবং পথচারী শাওন ও সুরুজকে আটক করে।

সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, আহত পাঁচ পুলিশ সদস্যকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।


মন্তব্য