kalerkantho


নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি    

৫ অক্টোবর, ২০১৬ ১৬:৫৮নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দৌলখাঁড় গ্রামে এ দুঘর্টনা ঘটে। পারুল আক্তার ওই গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের বৈদ্যুতিক সুইস থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পারুল আক্তার। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি মো. আইয়ুব বলেন, "মৃত্যুর বিষয়ে এখনো কোনো  খবর পাইনি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

 


মন্তব্য