kalerkantho


দেয়াল ধসে বাবা-ছেলে নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ১৫:২০দেয়াল ধসে বাবা-ছেলে নিহত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সেন্ট প্ল্যাসিডস স্কুলের একটি পুরোনো দেয়াল ধসে মাসুদুল হক (৪০) ও তার ছেলে তৌসিফ মাহিদ (১৩) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) পঙ্কজ কুমার বড়ুয়া জানান, বেলা ১টা ৪০ মিনিটের দিকে দেয়াল ধসে গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট প্ল্যাসিডস স্কুলে সংস্কার কাজ চলছে। স্কুলের মাঠের দিকে পুরোনো একটি দেয়াল ছিল। বৃষ্টির কারণে মাটি ভিজে নরম হয়ে যাওয়ায় দেয়ালটি ধসে পড়ে। এ সময় কয়েকজন পথচারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 


মন্তব্য