kalerkantho


মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠ রক্ষায় শহীদদের নামে উদ্যান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার    

৫ অক্টোবর, ২০১৬ ১১:১২মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠ রক্ষায় শহীদদের নামে উদ্যান

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ দখল হওয়ার আশঙ্কায় মুক্তিযুদ্ধে শহীদ বিদ্যালয়ের চার ছাত্রের নামে উদ্যান করেছে শিক্ষার্থীরা। এদিকে, মাঠ রক্ষার দাবিতে আজ বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিদ্যালয়ের সাবেক ও বর্তমার শিক্ষার্থীরা প্রতিবাদ সভায় মিলিত হচ্ছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায় মহান মুক্তিযুদ্ধে শহীদ খোকা, মুকিত, শহিদ এবং রানুর নাম সম্বলিত সাইনবোর্ড লাগিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা রোপণ করে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় ওই জমির উপর শিক্ষা প্রকৌশল অফিস স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর  প্রতিবাদ জানায়। পরে ২৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিত্তিপ্রস্তর স্তম্ভটি ভেঙে গুড়িয়ে দেয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরাফাত, রাফি এবং নয়ন বলে, "জেলার অন্য কোনো সরকারি জমিতে শিক্ষা প্রকৌশলের অফিস নির্মাণ করা হোক আমরা ইতিমধ্যে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে সেই দাবি জানিয়েছি। বিদ্যালয়ের এ জমি বিদ্যালয়েরই থাকবে; আমরা কাউকে খেলার মাঠের এ জমিতে স্থাপনা নির্মাণ করতে দেব  না।" তারা বলে, "আজ আমরা এ জমিতে মুক্তিযুদ্ধের শহীদদের নামে উদ্যান করেছি। কেউ আমাদের এ উদ্যান ক্ষতিগ্রস্ত করলে আমাদের আন্দোলন আরো জোরালো হবে।"  
 


মন্তব্য