kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


মাঝপদ্মায় ডাম্প ফেরির তলায় ফাটল!

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ২৩:০১মাঝপদ্মায় ডাম্প ফেরির তলায় ফাটল!

শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে যমুনা নামে একটি ডাম্প ফেরির তলা ফেটে গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটের অদূরে মাঝপদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, লৌহজং টার্নিংয়ে একটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে যায়।
 
তিনি আরো জানান, ডাম্প ফেরি যমুনায় ছোট-বড় ১৪টি যানবাহন রয়েছে। এটি কাওরাকান্দি ঘাট থেকে ছেড়ে আসে। ফেরিতে পানি ঢুকতে শুরু করায় পদ্মা পারের একটি চরে নোঙর করে রাখা হয়েছে। চারটি পাম্প মেশিনের মাধ্যমে ফেরি থেকে পানি অপসারণের কাজ চলছে।


মন্তব্য