kalerkantho


দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা    

৪ অক্টোবর, ২০১৬ ১৭:৩৭দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত চালক মোখলেসুর রহমান (২০) দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

গুরুতর আহত দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের কবির আহমেদের স্ত্রী আমেনা বেগমকে (৫৫) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আলিয়াবাদ (জাফরগঞ্জ) এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টায় কুটি থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের (নং- চট্র মেট্রো- ব- ১১-০২৭৪) একটি যাত্রীবাহী বাস ও ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী একটি লেগুনার (নং- ঢাকা-মেট্রো-ম- ৫১-২০২২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। এতে লেগুনার চালক মোখলেসুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং হেলপারসহ ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হন। বাস যাত্রীদের মধ্যেও প্রায় ১২ জন আহত হন।

খবর পেয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। এ সমঙ দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাও  উদ্ধার করা হয়। এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. গোলাম কিবরিয়া জানান, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


মন্তব্য