দিনাজপুরের নাশকতার একাধিক মামলায় জেলা জামায়াতের আমিরের দায়িত্বে থাকা শহর কমিটির আমির তৈয়ব আলীতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত আরো ৫৪ জনকে আটক করেছে জেলার পুলিশ প্রশাসন।
কোতোয়ালি থানার পরিদর্শক রেদওয়ানু রহিম জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জামায়াত নেতা তৈয়ব আলী। তার বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল চেষ্টায় সংঘটিত নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, গতকাল সোমবার রাতে গোপন বৈঠকের প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, দিনাজপুরের অন্য থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত সন্দেহে আরো ৫৪ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের