kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


কাউখালীতে কন্যাশিশু দিবসে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

৪ অক্টোবর, ২০১৬ ১৬:১৭



কাউখালীতে কন্যাশিশু দিবসে মানববন্ধন

'শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শহরের এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহি দাস সরকার প্রমুখ।

 


মন্তব্য