নীলফামারীর ডোমারে অটোভ্যান চুরির সময় এক ইউপি সদস্য ধরা পড়লে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নয়ানী বাগডোকরা গ্রামে ভোররাতে জামাই কলিংগ মোহনের (৩০) অটোভ্যান চুরি করতে যান। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা মেঘনাথ রায় (৫০) চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পালিয়ে যাওয়ার সময় তালা ভাঙার রডসহ পার্শ্ববর্তী জোড়াবাড়ীর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম (৪০) ধরা পড়েন। তিনি ওই এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
বোড়াগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়ন্ত কুমার রায় জানান, বেশ কিছুদিন ধরে অটোভ্যানগুলি চুরি যাচ্ছিল। এ জন্য গ্রামবাসী সজাগ ছিল। ফলে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। আব্দুস ছালাম আগে থেকেই দাগি চোর বলে জানান তিনি। ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান জানান, আব্দুস ছালাম ও তার বাবা আগে থেকেই দাগি চোর। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের