kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৪ অক্টোবর, ২০১৬ ১০:৩৭আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

আশুলিয়া গনকবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় তৌহিদুল (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহত হয়েছেন আরও তিন পথচারী।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া গনকবাড়ি এলাকায় সম্ভার সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল দিনাজপুর সদর থানার কালিয়াকৈর দশ মাইল এলাকার হাসেমের ছেলে। তৌহিদুল ডিইপিজেডের লিলিন ফ্যাশনের পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার এসআই আনোয়ার মোল্লা জানান, তৌহিদুল ও তার স্ত্রী সকালে অফিসে যাওয়ার জন্য নবীনগর চন্দ্রা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস তৌহিদুলসহ আরও তিন পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তৌহিদুলের মৃত্যু হন।

নিহতের স্ত্রীসহ আহত পথচারীদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 


মন্তব্য