kalerkantho


সিলেটে প্রেমিকের ছুরিকাঘাতে কলেজছাত্রী আহত

কালের কণ্ঠ অনলাইন   

৩ অক্টোবর, ২০১৬ ২১:২০সিলেটে প্রেমিকের ছুরিকাঘাতে কলেজছাত্রী আহত

সিলেটে কথিত প্রেমিকের ছুরিকাঘাতে এক কলেজছাত্রী আহত হয়েছেন। আজ সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানান শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি।

আহত খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পর পুলিশ ‘প্রেমিক’ বদরুল ইসলামকে আটক করেছে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, বিকাল ৫টার দিকে এমসি কলেজ কেন্দ্রে  স্নাতক পরীক্ষা শেষে বের হন খাদিজা। বের হওয়ার পরপরই তাকে ছুরিকাঘাত করেন বদরুল। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আটক বদরুলের সাথে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদির ধরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বদরুল এ কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।


মন্তব্য