kalerkantho


শ্রীপুরে তিন যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৩ অক্টোবর, ২০১৬ ১৯:৫৬শ্রীপুরে তিন যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রামট্রাক, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে শ্রীপুরের নয়নপুরের রঙ্গীলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
এ ব্যাপারে শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, আজ দুপুর আড়াই দিকে ময়মনসিংহগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীতগামী একটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং আরো তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, নিহত দুজন কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার (সহকারী) বলে ধারণা করে হচ্ছে। তাদের একজনের বয়স ২৭ ও অপর জনের ৩০ হতে পারে। 
 


মন্তব্য