kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


নীলফামারীতে শিশুদের সাংস্কৃতিক উৎসব

নীলফামারী প্রতিনিধি    

৩ অক্টোবর, ২০১৬ ১৭:৪৭নীলফামারীতে শিশুদের সাংস্কৃতিক উৎসব

নীলফামারীতে শিশুদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমির আয়োজনে আজ সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

সকালে উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা শিশু একাডেমির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা দীলিপ কুমার বণিক প্রমুখ।

পরে সেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের পরিবেশনায় সংগীত, নাটক, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। বিকেলে একই মঞ্চে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।  

 


মন্তব্য