kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ফেনীতে ক্যারম খেলাকে কেন্দ্র করে অটোরিকশাচালক খুন

ফেনী প্রতিনিধি   

২ অক্টোবর, ২০১৬ ১৮:২৭ফেনীতে ক্যারম খেলাকে কেন্দ্র করে অটোরিকশাচালক খুন

ফেনীতে ছেলের ক্যারম খেলাকে কেন্দ্র করে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম লোকমান হোসেন। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।  
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এলাকায় ক্যারম খেলাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালক লোকমান হোসেনের ছেলে সোহেলের বিবাদ হয়। এর জের ধরে গতকাল শনিবার গভীর রাতে একই এলাকার নিজাম উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী লোকমানকে ঘর থেকে বাইরে ডেকে এনে কুপিয়ে জখম করে। এরপরে গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ রবিবার দুপুর ১টার দিকে লোকমান মারা যায়।
 
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য