kalerkantho


বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে খুন

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১৪:৫৯বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বে বড় ভাইকে খুন

বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁর পোরশা উপজেলার নোনাহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানীর (৩৮) নোনাহার গ্রামের মধ্যপাড়ার মোনছের আলীর ছেলে। ঘটনার পর থেকে রাব্বানীর ছোট ভাই আবুল কালাম (২৮) পলাতক রয়েছেন।
 
পোরশা থানার ওসি মোসাবেরুল হক জানান, সকালে তাদের গ্রামের বাড়ির পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ বিল ব্যাংকে জমা দেওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায় ছোট ভাই আবুল কালাম একটি কোদাল নিয়ে গোলাম রাব্বানীর বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  
 
ওসি আরো জানান, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আবুল কালাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 


মন্তব্য