kalerkantho


দিনাজপুরে ১০ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৮

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১৩:৫২দিনাজপুরে ১০ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৮

দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ, ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল ফেনসিডিলি ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


মন্তব্য