kalerkantho


সিলেটে বজ্রপাতে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২ অক্টোবর, ২০১৬ ১২:১৯সিলেটে বজ্রপাতে নিহত ২

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের সামনে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন, আব্দুল মুকিত ও অজ্ঞাতপরিচয় একজন যুবক। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম আব্দুল মুকিত।

প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী জানান, ঘটনার সময় তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতর জরুরি বিভাগের সামনে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই পড়ে যান। উপস্থিত লোকজন তাদের দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য