kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)    

১ অক্টোবর, ২০১৬ ২১:৩২আশুলিয়ায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ায় ময়না (২১) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী এলাকার জনৈক শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি শেরপুর জেলার সদর থানার কাউয়া গ্রামের মৃত আব্দুল মণ্ডলের মেয়ে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় নিজ ভাড়া বাড়িতে স্থানীয় মেট্রো গার্মেন্টের অপারেটর ময়নার লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর ঘটনা নিয়ে ওই এলাকায় রহস্য সৃষ্টি হয়েছে। পোশাক শ্রমিক ময়নাসহ তিন বোন ওই বাসায় একই কক্ষে ভাড়া থাকতন বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে- তা তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য