kalerkantho


বান্দরবানে ঝরনার পানিতে ভেসে জুমচাষি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান    

১ অক্টোবর, ২০১৬ ১৭:৪৭বান্দরবানে ঝরনার পানিতে ভেসে জুমচাষি নিখোঁজ

বান্দরবানের রুমা উপজেলায় জুম কেটে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে এক মারমা জুমচাষি নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে আমতলি পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ি ঝিরিতে এ ঘটনা ঘটে।

আমতলি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তেচিন্দা ভিক্ষু জানান, পাহাড়ে জুম ধান কাটা শেষে স্ত্রী, মেয়ে এবং তার জামাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় তারা সবাই প্রবল স্রোতে ভেসে যান। ঘটনার পর মেয়ে ও তার জামাই তীরে ফিরে এলেও তাদের শ্বশুর-শাশুড়ি ভেসে যান। অনেক খোঁজাখুঁজির পর খৈক্ষ্যংঝিরির ওপার থেকে স্ত্রী ছোমা মারমাকে  (৫০) জীবিত অবস্থা উদ্ধার করা হয়। তবে আজ শনিবার বিকেল পর্যন্ত ক্যউচিং মারমার কোনো খোঁজ মেলেনি।

রুমা থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ ক্যউচিং মারমাকে উদ্ধারের লক্ষ্যে স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

 


মন্তব্য