kalerkantho


ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১ অক্টোবর, ২০১৬ ১৬:৩৬ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

'বয়স বৈষম্য দূর করুন'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান অধ্যাপক এম এ সামাদ প্রমুখ। বক্তারা বলেন, "প্রবীণরা আমাদের দেশের সম্পদ। তাই কোনোভাবেই তাঁদের অবহেলা করার সুযোগ নেই। প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি।"

 


মন্তব্য