kalerkantho


কা‌লিগঞ্জ-সাতক্ষীরা সড়কে বাস চলাচল স্বভাবিক

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১৩:২৬কা‌লিগঞ্জ-সাতক্ষীরা সড়কে বাস চলাচল স্বভাবিক

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সাতক্ষীরার কা‌লিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কে বাস চলাচল স্বভাবিক হয়েছে। আজ শ‌নিবার বেলা সাড়ে ১১টার দিকে বাস চলাচল স্বভাবিক হয়। এর আগে সকাল ৯টার দিকে সাতক্ষীরার কা‌লিগঞ্জ বাস টা‌র্মিনালে যানজট সৃ‌ষ্টির কারণে বাস শ্র‌মিকদের মারধর করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) সদস্যরা। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্র‌মিকরা কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, সকালে ১৭ বিজিবি ব্যাটালিয়নের কয়েকজন সদস্য সাতক্ষীরা যাওয়ার পথে কালিগঞ্জ বাস টার্মিনালের পাশের সড়কে যানজট দেখে থেমে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা বাস শ্রমিকদের মারধর করেন।

বাস মালিক সমিতির আঞ্চলিক নেতা আজিজ আহমেদ পুটু জানান, বিজিবির লাঠির আঘাতে মিহির মিত্র, শ্রমিক আবদুস সাত্তার, চালক মহসিন আলি ও কামরুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

১৭ বি‌জি‌বির ব্যাটা‌লিয়নের অ‌ধিনায়ক লে. কর্নেল এনামুল আ‌রিফ সুমন বলেন, সকালে কালিগঞ্জ বাস টার্মিনালের পাশের সড়কে যানজট ছিল। আমরা তাদের যানজট নিরসন করতে বলেছি। কোনো শ্র‌মিককে মারধর করা হয়‌নি।

 


মন্তব্য