kalerkantho


কালিগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

কালের কণ্ঠ অনলাইন   

১ অক্টোবর, ২০১৬ ১১:১০কালিগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

সাতক্ষীরার কালিগঞ্জে বাস শ্রমিক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে বন্ধ আছে কালিগঞ্জ-খুলনা মহাসড়কে যান চলাচল। আজ শনিবার সকাল ৯টার পর থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

এ প্রসঙ্গে বাস মালিক ও শ্রমিকরা জানায়, সকালে বিজিবি-১৭ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য সাতক্ষীরার দিকে যাওয়ার সময় কালিগঞ্জ বাস টার্মিনালের সড়কে বাসজট দেখে থেমে যান। পরে বিজিবির সদস্যরা শ্রমিকদের মারধর করেন। এ সময় দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করে বিজিবি।

এ ব্যাপারে বাস মালিক সমিতির আঞ্চলিক নেতা আজিজ আহমেদ পুটু জানান, বিজিবির লাঠির আঘাতে আহত হয়েছেন মিহির মিত্র, আবদুস সাত্তার, মহসিন আলী, কামরুল ইসলামসহ বেশ কয়েকজন। এরা সবাই বাসের শ্রমিক। এ ঘটনার 
পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

এদিকে এ বিষয়ে বিজিবির কালিগঞ্জ ক্যাম্প থেকে জানানো হয়, এ ব্যাপারে তাদের কিছু জানা নেই। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কালিগঞ্জ-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রেখেছে শ্রমিকরা।


মন্তব্য