kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি    

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৮সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

 

আসন্ন দুর্গা পূজায় নাশকতার আশঙ্কায় সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তোফায়েল আহমদ খান দলীয় নেতাকর্মীদের নিয়ে ছাতকের মানসিনগর এলাকায় আলোচনা করছিলেন। এ সময় ছাতক থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অন্য নেতাকর্মীরা পালিয়ে যান।

ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, আসন্ন দুর্গা পূজায় জামায়াত-শিবির নাশকতা চালাতে পারে- এমন আশঙ্কায় আমরা জামায়াতের আমিরকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে এসেছি। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে। "
 


মন্তব্য