kalerkantho


আহত ১০

ময়মনসিংহে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি    

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৮ময়মনসিংহে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন কিশোরগঞ্জের মনিরুজ্জামান (৩২) ও শহীদ মিয়া (৩৫)। অন্যদের পরিচয় জানা যায়নি।

গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার শিবপুর বাজার এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে কিশোরগঞ্জগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় দুইজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো দুইজন।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) মুর্শেদুল হাসান ও ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 


মন্তব্য