kalerkantho


গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৩১গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজ শুক্রবার(৩০সেপ্টেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা সম্পন্ন হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ডিপার্টমেন্টে সরাসরি মৌখিক পরীক্ষা বা ভাইবা নেয়া হয়। পরীক্ষার ফলাফল আগামীকাল নোটিশ বোর্ডে ও গণবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ফলাফল অনুসারে আগামী শনিবার (১ অক্টোবর) থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। মেডিকেল টেস্ট সহ ভর্তির বিভিন্ন ধাপ শীঘ্রই শুরু হবে।

আগামী মাস অক্টোবর থেকেই ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছে প্রশাসন। ক্লাস শুরুর তারিখ মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এবার গণবির ১৭ টি ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ইইই, চারুকলা, আইআর সহ নতুন চালু হওয়া কিছু বিভাগগুলোও বেশ সাড়া ফেলেছে।


মন্তব্য