kalerkantho


জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

জামালপুর প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১১জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে শুক্রবার সকালে জেলা স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র কাব্য ভুষন(১৩) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। সে জামালপুর জেলা স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র।

শিশুটির পরিবার স্থানীয় সুত্রে জানা গেছে, জামালপুর জেলা শহরের বোসপাড়া এলাকার অতুল ভুষনের ছেলে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে শহরের বকুলতলা এলাকার নির্মাণ কোচিং সেন্টারে পরীক্ষা দিতে যায়। ওই পরীক্ষা শেষে ওইদিন বেলা অনুমান ১১ টায় সহপাঠীদের সাথে সে পুরাতন ব্রহ্মপুত্র নদের চরে ফুটবল খেলতে যায়। সেখানে তাদের ফুটবলটি হঠাৎ নদের পানিতে পড়ে। তখন কাব্য ভুষন ও তার বন্ধু সাজ্জাত আরেফিন বলটি ধরতে পানিতে নামে।

এক পর্যায়ে সাজ্জাত আরেফিন নদের পানি থেকে তীরে উঠতে সক্ষম হলেও কাব্য ভুষন আর উঠেনি। এরপর পরিবারের সদস্য ও সহপাঠিরা অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল নিখোঁজ কাব্য ভুষনকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য