kalerkantho


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে দুস্থঃদের মাঝে বস্ত্র বিতরন

সিরাজগঞ্জ প্রতিনিধি    

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৪শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে দুস্থঃদের মাঝে বস্ত্র বিতরন

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিরাজগঞ্জে দুঃস্থ, গরিব ও অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যেগে এই বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।

জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু।

অনুষ্ঠানে সাংসদ ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের অর্থায়নে প্রায় এক হাজার দুঃস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও ধুতি বিতরন করা হয়।


মন্তব্য