kalerkantho


ডোমারে ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী আটক

ডোমার(নীলফামারী) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৭ডোমারে ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী আটক

নীলফামারীর ডোমারে ইয়াবা ও ফেন্সিডিলসহ রওশন আরা বেগম মিনি(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডোমার থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ কলেজপাড়ার তার বাবার বাড়ী থেকে তাকে আটক করা হয়।

এ সময় সেই মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। মিনি ডোমার পৌরসভা ৭ নং ওয়ার্ড চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত সফিকুল ইসলাম মিন্টুর স্ত্রী ও জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ কলেজপাড়ার মৃত নবার উদ্দিনের মেয়ে।

ডোমার থানার অফির্সাস ইনচার্জ আহমেদ রাজিউর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মির্জাগঞ্জ কলেজপাড়ার মিনির বাবার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।


মন্তব্য