ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ঘাটকুল এলাকায় এ দুর্ঘটনায় সাইফুল ইসলামের মৃত্যু হয় বলে আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম জানান। সাইফুলের বাবা ঘাটকুল এলাকার দানু মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে বাড়ির সামনের রাস্তায় খেলা করার সময় বালুবোঝাই ট্রাক্টরটি সাইফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের