kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


জাতীয় কন্যা শিশু দিবসে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩২জাতীয় কন্যা শিশু দিবসে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাব হোসেন ও সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্ত যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

 


মন্তব্য