kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


নড়াইলে হান্নান শাহ স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৩নড়াইলে হান্নান শাহ স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নড়াইলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা।

এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, অশোক কুন্ডু, বিএনপি নেতা এ্যাডভোকেট ইস্তিয়াক হোসেন মঞ্জু, জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা শ্রমিক দলের আহবায়ক সাইফুজ্জামান আমল ও সদস্য সচিব মুশফিকুর রহমান বাচ্চু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান প্রমুখ। পরে এক দোয়া অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রয়াত হান্নান শাহ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।   


মন্তব্য