kalerkantho


মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৩৬মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত

মানিকগঞ্জে উপজেলার মুলজান এলাকায় দুই বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৪) নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই নান্নু মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য