kalerkantho


ধানমণ্ডির দগ্ধদের মধ্যে একজন মারা গেছেন

কালের কণ্ঠ অনলাইন   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:১০ধানমণ্ডির দগ্ধদের মধ্যে একজন মারা গেছেন

ঢাকার ধানমণ্ডিতে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মাসুম আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মাসুম বাড়ি রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুর গ্রামের ইস্তেফা আলীর ছেলে।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুম আলীর শরীরের ৪৯ শতাংশ পুড়ে গিয়েছিল। ময়নাতদন্ত শেষে মাসুমের মরদেহ তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে ধানমণ্ডির চার নম্বর সড়কের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নারীসহ ছয়জন দগ্ধ হন। আহত বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পার্থ শংকর পাল।


মন্তব্য