kalerkantho


মঠবাড়িয়ায় সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪১মঠবাড়িয়ায় সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে ফেরদৌসি আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খায়ের ঘটিচোরা গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।  

ফেরদৌসি আক্তার উপজেলার মিরুখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামের নজরুল হকের মেয়ে। তিনি মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার আগে সকালে রান্না করতে রান্নাঘরে যান ফেরদৌসি। রান্নাঘরের মাচান থেকে জ্বালানি কাঠ নামানোর সময় বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর অবস্থায় স্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য