kalerkantho


কালকিনিতে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি    

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৫কালকিনিতে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বন্ধ হওয়া মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে মো. নান্নু মোল্লা ও খগেন মণ্ডলের ভোট সমান সমান হওয়ায় পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মস্তফা আলিনগর ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড সদস্য পদে এ তফসিল ঘোষণা করেন। আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ অক্টোবর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।


মন্তব্য