kalerkantho


সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি    

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৫সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

সাতক্ষীরায় শিশু আনারুল ইসলামকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন এবং একজনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রাশেদ, জাহাঙ্গীর, নজরুল, নুর ইসলাম ও মোতালেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কামরুল ইসলাম নামে অপর একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬ বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর মাঠে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা হয়নি। খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আগে থেকে ওত পেতে থাকা উল্লেখিত আসামিরা একই গ্রামের আমির আলীর ছেলে আনারুল ইসলামকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন এবং একজনের পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

 


মন্তব্য