kalerkantho


টাঙ্গাইলেও বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৩টাঙ্গাইলেও বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গাজীপুরের বিএনপি নেতা তানভীর আহমেদের ছেলে চৌধুরী ইরান আহমেদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বাদী এ মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। গত ২৫ সেপ্টেম্বর রাতে চৌধুরী ইরান আহমেদ তার ফেসবুকে স্টেটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন।

এ কারণে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। এর আগে মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুর থানায়ও একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 


মন্তব্য