kalerkantho


কালিয়াকৈরে বাস চাপায় যুবক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪১কালিয়াকৈরে বাস চাপায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় স্বাধীন ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বাধীন গাইবান্ধা সদর থানার সিংহপাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

এলাকাবাসী ও  নিহতের বোন সোনালী আক্তার জানান, ছোট বোন সোনালীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় তার স্বামীর বাসায় আসছিল স্বাধীন। বাইড়পাড়া এলাকায় বাস থেকে নেমে চন্দ্রা-নবীনগর সড়ক পার হচ্ছিলো। এ সময় একটি বাস স্বাধীনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বাধীন ঢাকার কমলাপুরে বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতো। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধায় নিয়ে গেছে। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, পুলিশ খবর পাওয়ার আগেই নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে।

 


মন্তব্য