kalerkantho


ফরিদপুরে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫০ফরিদপুরে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

'থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো'-এ  প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এর উদ্বোধন করেন।

শিশু শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. এরাদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শিশু একাডেমির জেলা সংগঠক ফাতেমা বেগম প্রমুখ। বক্তারা বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিল্প-সংস্কৃতি চর্চা ও দেশের ইতিহাস জানতে হবে। এভাবে শিশুকে বেড়ে উঠতে দিলে সে আর কখনো বিপথগামী হবে না। সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে। পরে শিশু শিল্পীরা সমবেত কণ্ঠে দেশের কবিতা আবৃত্তি করে শোনায়।

 


মন্তব্য