kalerkantho


গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে সহোদরের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১০গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে সহোদরের মৃত্যু

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. নুরুল আমিন (৫৫) ও তার ছোট ভাই নাহিদ হোসেন (৩৫) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগৎনাথপুর গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ও নাহিদ হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে। নাহিদ হোসেন রংপুর চিনিকলের একজন শ্রমিক।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন ঠিক করছিলেন নাহিদ। এ সময় হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হন। নাহিদ বিদ্যুতায়িত দেখে তার বড় ভাই নুরুল আমিন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এক পর্যায়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুর বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।

 


মন্তব্য