kalerkantho


আহত ৩

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি    

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৫৫সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজির দুই যাত্রী নিহত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশের মহাসড়কে সিরাজগঞ্জের মুলিবাড়ীতে বাসচাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। দু্র্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার এসআই কঙ্কন কুমার জানান, সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি বেলকুচি যাওয়ার পথে মুলিবাড়ীতে মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় ভুল পাশ দিয়ে উত্তরবঙ্গগামী অন্তর পরিবহনের একটি যাত্রীবাস সিএনজিটিকে চাপা দেয়। এতে বাসের নিচে সিএনজিটি ঢুকে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং তিনজন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বয়স ৪০-৪৫ বছরের মধ্যে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. ফয়সাল আহম্মেদ জানান, ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


মন্তব্য