kalerkantho


গোপালগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী

গোপালগঞ্জ প্রতিনিধি    

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৩গোপালগঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে 'ইতিহাস কথা বলে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু' শীর্ষক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তম।  

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তম তাঁর বক্তৃতায় মুক্তিযুদ্ধের বিভিন্ন খণ্ডচিত্র তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধে তাঁর সরাসরি অংশগ্রহণের বর্ণনা দেন। এর আগে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিভিন্ন আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য