kalerkantho


ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৮ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগী করতে টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন এবং মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে এ মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির যৌথ অর্থায়নে মিড-ডে মিল উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন মৃধা, থানার ওসি  এ কে এম কাউসার হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আইয়ুব আলী মোল্লা, প্রধান শিক্ষিকা মমতাজ খানম প্রমুখ।

 


মন্তব্য