kalerkantho


সোনাইমুড়িতে সেপটিক ট্যাংক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৭সোনাইমুড়িতে সেপটিক ট্যাংক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে আবদুল মোতালেব (২৩) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ি পৌরসভার নুরু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল মোতালেব কুড়িগ্রাম জেলার কামাল মিয়ার ছেলে। তিনি নুরু মিয়ার বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, মোতালেব সোনাইমুড়ি পৌরসভার নুরু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন সেপটিক ট্যাংকের ভেতরে মোতালেবের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 


মন্তব্য