kalerkantho


হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৭হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে গ্রামবাংলার (ইঞ্জিন চালিত এক ধরনের বাহন) চাপায় সুজন হোসেন (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুজন ওই উপজেলার চাঁদপুর গ্রামের আলম হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সুজন সকালে শিতলী গ্রামের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি গ্রামবাংলা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় সুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

 


মন্তব্য