kalerkantho


তানোরে দেয়াল চাপা পড়ে শিশু আহত

তানোর (রাজশাহী) প্রতিনিধি    

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৯তানোরে দেয়াল চাপা পড়ে শিশু আহত

রাজশাহীর তানোরে ঘরের দেয়ালে চাপা পড়ে জেসমিন (১১) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। আজ সোমবার বিকেলে  তানোর পৌর এলাকার গোল্লাপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত জেসমিন ওই গ্রামের জমসেদ আলী মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিনব্যাপী প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেসমিন দাদা মালার শাহ গরুর গোয়ালের পাশ দিয়ে হেটে যাবার সময় গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে পড়ে জেসমিন মাটির নিচে চাপা পড়ে। এ সময় পাশের বাড়ির সেলিম দেখতে পেয়ে মাটি খুড়ে তাকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে প্রথমে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার জেসমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

জেসমিনের মা লাভলী বলেন, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। কথা বলতে পারছে না। পরের বাড়িতে কাজ করে সংসার চালাই। তার ওপর মেয়েটি এ অবস্থা এত চিকিৎসার খরচ কোন জায়গায় পাব বলে কাদতে লাগে।


মন্তব্য